জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা চলতি বছরে তেল উৎপাদন প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন। খবর এএফপির। তিনি বলেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে, ২০২৬ সালের লক্ষ্য হলো অন্তত ১৮ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা। বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছেন, গত বৃহস্পতিবার প্রথম পাঠে তা অনুমোদন পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই তুলে ধরেছেন। আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজু

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা চলতি বছরে তেল উৎপাদন প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন। খবর এএফপির।

তিনি বলেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে, ২০২৬ সালের লক্ষ্য হলো অন্তত ১৮ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা।

বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছেন, গত বৃহস্পতিবার প্রথম পাঠে তা অনুমোদন পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই তুলে ধরেছেন।

আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ আরও কঠোর করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow