জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

সিডনিতে নাটকীয় শেষ দিনে কিছুটা দোলাচল থাকলেও শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। লক্ষ্য ছিল ১৬০ রান—শুরুতে ঝড়ো জুটি, মাঝখানে ছোটখাটো বিপত্তি, শেষে ঠান্ডা মাথার ফিনিশ। সব মিলিয়ে পঞ্চম টেস্টে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ৪–১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। একই সঙ্গে এটি হয়ে থাকল অজি ব্যাটার উসমান খাজার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ—বিদায়টা রাঙানো হলো জয় দিয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম দিনের উইকেট ছিল চঞ্চল। তবু লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটির দ্রুত ৬২ রানের ভিত্তির পরও লাঞ্চের আগে দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয়। লাঞ্চের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়—স্টিভ স্মিথ ঘুরন্ত বলে বোল্ড হন, পরের ওভারে রানআউটে ফেরেন মার্নাস লাবুসেন। তখনই ইংল্যান্ডের শিবিরে ক্ষীণ প্রত্যাশা উঁকি দেয়। কিন্তু ম্যাচের লাগাম হাতে নেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। দু’জনে মিলিয়ে স্থির ৪০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শেষ পর্যন্ত ক্যারির কাভার ড্রাইভে চারেই নিশ্চিত হয় জয়—৩২তম ওভারে সব হিসাব চুকে যায়। এর আগে দিনের শুরুতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস বাড়াতে নেমে লড়াই দেখায়। জ্যাকব

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া
সিডনিতে নাটকীয় শেষ দিনে কিছুটা দোলাচল থাকলেও শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। লক্ষ্য ছিল ১৬০ রান—শুরুতে ঝড়ো জুটি, মাঝখানে ছোটখাটো বিপত্তি, শেষে ঠান্ডা মাথার ফিনিশ। সব মিলিয়ে পঞ্চম টেস্টে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ৪–১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। একই সঙ্গে এটি হয়ে থাকল অজি ব্যাটার উসমান খাজার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ—বিদায়টা রাঙানো হলো জয় দিয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম দিনের উইকেট ছিল চঞ্চল। তবু লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটির দ্রুত ৬২ রানের ভিত্তির পরও লাঞ্চের আগে দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয়। লাঞ্চের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়—স্টিভ স্মিথ ঘুরন্ত বলে বোল্ড হন, পরের ওভারে রানআউটে ফেরেন মার্নাস লাবুসেন। তখনই ইংল্যান্ডের শিবিরে ক্ষীণ প্রত্যাশা উঁকি দেয়। কিন্তু ম্যাচের লাগাম হাতে নেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। দু’জনে মিলিয়ে স্থির ৪০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শেষ পর্যন্ত ক্যারির কাভার ড্রাইভে চারেই নিশ্চিত হয় জয়—৩২তম ওভারে সব হিসাব চুকে যায়। এর আগে দিনের শুরুতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস বাড়াতে নেমে লড়াই দেখায়। জ্যাকব বেথেল দেড়শ ছুঁয়ে যান, তবে সিরিজসেরা মিচেল স্টার্ক দু’টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৩৪২ রানে থামান। ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয় প্রথম ইনিংসের বিশাল স্কোরও। সংক্ষেপে স্কোর: ইংল্যান্ড ৩৮৪ ও ৩৪২; অস্ট্রেলিয়া ৫৬৭ ও ১৬১/৫ — অস্ট্রেলিয়া জয়ী ৫ উইকেটে। সিরিজ: অস্ট্রেলিয়া ৪-১ এ জয়ী

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow