টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢোকানোয় শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এয়ার কম্প্রেসারের পাইপ পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেওয়ায় গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে রাব্বির মৃত্যু হয়। পুলিশ ও সহকর্মীরা জানান, কর্মস্থলে দুষ্টামির ছলে সহকর্মী রবিন মিয়া কম্প্রেসারের নল রাব্বির পেছনের দিকে ধরে এবং হঠাৎ জোরে চাপ দিলে পাইপটি রাব্বির প্যান্ট ভেদ করে পায়ুপথে ঢুকে যায়। মুহূর্তেই রাব্বির শরীরে প্রচণ্ড চাপ সৃষ্টি হলে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টার দিকে রাব্বি মারা যান। পরে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত গোলাম রাব্বি তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার বাসিন্দা মো. মামুনের ছেলে। ঘটনার পর পুলিশ সহকর্মী রবিন মিয়াকে আটক করেছে। রবিন নেত্রকোনার কলমাকান্দার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর

টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢোকানোয় শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এয়ার কম্প্রেসারের পাইপ পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেওয়ায় গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে রাব্বির মৃত্যু হয়।

পুলিশ ও সহকর্মীরা জানান, কর্মস্থলে দুষ্টামির ছলে সহকর্মী রবিন মিয়া কম্প্রেসারের নল রাব্বির পেছনের দিকে ধরে এবং হঠাৎ জোরে চাপ দিলে পাইপটি রাব্বির প্যান্ট ভেদ করে পায়ুপথে ঢুকে যায়। মুহূর্তেই রাব্বির শরীরে প্রচণ্ড চাপ সৃষ্টি হলে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টার দিকে রাব্বি মারা যান। পরে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত গোলাম রাব্বি তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার বাসিন্দা মো. মামুনের ছেলে। ঘটনার পর পুলিশ সহকর্মী রবিন মিয়াকে আটক করেছে। রবিন নেত্রকোনার কলমাকান্দার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুজ্জামান বলেন, সহকর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির জেরে এ ঘটনা ঘটে। কম্প্রেসারের নল দিয়ে জোর করে বায়ু প্রবেশ করানোর অভিযোগে রবিন নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজু আহমেদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানের কোনো প্রকার গাফিলতি নেই। শ্রমিকরা কাজের ফাঁকে দুজন কী করেছে, তা আমাদের জানা ছিল না। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আহত শ্রমিককে এয়ার অ্যাম্বুলেন্সে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। নিহতের পরিবারকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow