টঙ্গী ফ্লাইওভার বন্ধ, পায়ে হেঁটে ৩০০ ফিট যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে টঙ্গী ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টঙ্গী ও আব্দুল্লাহপুর ঘুরে এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী জিএমপি টঙ্গী ফ্লাইওভারের চেরাগআলী এলাকায় ও আব্দুল্লাহপুরে ডিএমপি ব্যারিকেড দিয়ে আজ সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে। ফলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা পায়ে হেঁটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন। জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা ও গণপরিবহন নির্বিঘ্নে যাতায়াত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রায় দেড় যুগ পর আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় বড় ধরনের সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।

টঙ্গী ফ্লাইওভার বন্ধ, পায়ে হেঁটে ৩০০ ফিট যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে টঙ্গী ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টঙ্গী ও আব্দুল্লাহপুর ঘুরে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী জিএমপি টঙ্গী ফ্লাইওভারের চেরাগআলী এলাকায় ও আব্দুল্লাহপুরে ডিএমপি ব্যারিকেড দিয়ে আজ সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে। ফলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা পায়ে হেঁটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা ও গণপরিবহন নির্বিঘ্নে যাতায়াত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রায় দেড় যুগ পর আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় বড় ধরনের সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।

এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow