টাংগুয়ার হাওরে অভিযান: ২ জনকে জড়িমানা, জাল জব্দ
টাংগুয়ার হাওরে অভিযান দুইজনকে জড়িমানা,লক্ষাধিক টাকার জাল জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি মাদার ফিসারিজ খ্যাত টাংগুয়ার হাওরসহ বিভিন্ন নদীতে অভিযানে দুইজনকে ১০ হাজার টাকা জড়িমানা,লক্ষাধিক টাকার বের জাল জব্দ,চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন মাছ ধরার উপকরণ জব্দ করা হয়েছে। পরে সেগুলোকে আগুনে পুড়ে ছাই করা হয়। মঙ্গলবার(২০ জানুয়ারি ভোর ৫টা হতে বিকেল পর্যন্ত উপজেলার বৌলাই নদী,পাটলাই নদী, বোয়ালমারা, গোলাবাড়িয়া ক্যাম্প ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে অভিযান পরিচালিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। প্রশাসন সুত্রে জানা গেছে,অভিযানে আনুমানিক লক্ষাধিক টাকার প্রায় ১৫০০ মিটার বেড়জাল, পানিয়ার ডোবায় ৪ পিস চায়নাদুয়ারি জাল ও প্রায় ৫০০ মিটার চটজাল জব্দপূর্বক সর্বসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। এ সময় এর সাথে জড়িত ২ জন আসামীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, থানার পুলিশ সদস্য, আনসার সদস্য, টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন কমিটি,সহকারী কমিশনার (ভূমি) অফিস ও উপজেলা মৎস্য অফিসে
টাংগুয়ার হাওরে অভিযান দুইজনকে জড়িমানা,লক্ষাধিক টাকার জাল জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি মাদার ফিসারিজ খ্যাত টাংগুয়ার হাওরসহ বিভিন্ন নদীতে অভিযানে দুইজনকে ১০ হাজার টাকা জড়িমানা,লক্ষাধিক টাকার বের জাল জব্দ,চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন মাছ ধরার উপকরণ জব্দ করা হয়েছে। পরে সেগুলোকে আগুনে পুড়ে ছাই করা হয়।
মঙ্গলবার(২০ জানুয়ারি ভোর ৫টা হতে বিকেল পর্যন্ত উপজেলার বৌলাই নদী,পাটলাই নদী, বোয়ালমারা, গোলাবাড়িয়া ক্যাম্প ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে অভিযান পরিচালিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সুত্রে জানা গেছে,অভিযানে আনুমানিক লক্ষাধিক টাকার প্রায় ১৫০০ মিটার বেড়জাল, পানিয়ার ডোবায় ৪ পিস চায়নাদুয়ারি জাল ও প্রায় ৫০০ মিটার চটজাল জব্দপূর্বক সর্বসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। এ সময় এর সাথে জড়িত ২ জন আসামীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, থানার পুলিশ সদস্য, আনসার সদস্য, টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন কমিটি,সহকারী কমিশনার (ভূমি) অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন,মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। সরকারী নীতিমালা লঙ্ঘন করে ও কোনো অনিয়ের তথ্য দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
What's Your Reaction?