টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার হিসেবে ১১ জন শিশুকিশোরকে বাইসাইকেল এবং ৩১ জনকে দেওয়া হয়েছে উপহার সামগ্রী।  শনিবার (৩ জানুয়ারী) বাদ আসরের নামাজের পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর পোদ্দার বাড়ি সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। ‘আমরা স্বেচ্ছাসেবক’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পোদ্দার বাড়ি প্রবাসীদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়। দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সভাপতি রাকিব হাসান পোদ্দার, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মাওলানা সাইফুল ইসলাম, পেশ ইমাম মাওলানা হাফেজ মহি উদ্দিন, ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, সাখাওয়াত হোসেন সাকের, প্রচার সম্পাদক মিনহাজুল হক মিহির ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ প্রমূখ।  এ সময় মসজিদের ইমাম, খতিব, পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার হিসেবে ১১ জন শিশুকিশোরকে বাইসাইকেল এবং ৩১ জনকে দেওয়া হয়েছে উপহার সামগ্রী। 

শনিবার (৩ জানুয়ারী) বাদ আসরের নামাজের পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর পোদ্দার বাড়ি সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।

‘আমরা স্বেচ্ছাসেবক’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পোদ্দার বাড়ি প্রবাসীদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়।

দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সভাপতি রাকিব হাসান পোদ্দার, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মাওলানা সাইফুল ইসলাম, পেশ ইমাম মাওলানা হাফেজ মহি উদ্দিন, ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, সাখাওয়াত হোসেন সাকের, প্রচার সম্পাদক মিনহাজুল হক মিহির ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ প্রমূখ। 

এ সময় মসজিদের ইমাম, খতিব, পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রাকিব হাসান পোদ্দার কালবেলাকে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি। শুধু পোদ্দার বাড়ি এলাকা নয়, আশপাশের গ্রাম ও শহরেও এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশুকিশোরেরা মোবাইল ফোনের আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ভবিষ্যতেও এমন মহৎ কাজ অব্যাহত রাখা হবে বলে।

এর আগে পোদ্দার বাড়ির প্রবাসীরা প্রায় দেড় মাস আগে ১৬ বছরের কম বয়সী শিশুকিশোরদের মসজিদ ও নামাজমুখী করতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

সাইকেল পুরস্কার পাওয়া কিশোর মো. মিনহাজ বলেন, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow