টিএসসিতে সঞ্জীব স্মরণে বিশেষ উৎসব

কথা, সুর আর প্রতিবাদের এক অনন্য কণ্ঠস্বর ছিলেন দেশের জনপ্রিয়  প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়। যে মানুষটি একসময় গানে গানে সময়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন আজ জন্মদিনে তিনি ভক্তদের মাঝে ফিরে এলেন স্মৃতি হয়ে। কিংবদন্তি সংগীতশিল্পী, লেখক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তার অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে আবেগঘন ‘সঞ্জীব উৎসব’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে টিএসসির সঞ্জীব চত্বরে উৎসবের ১৪তম আসরটি শুরু হয়। ‘আজব কারখানা’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব; যেখানে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীরা সঞ্জীব চৌধুরীর অমর গানগুলো পরিবেশন করবেন। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, ফারাহ্‌দীবা তাসনীম, রাজেশ মজুমদার ও রিহান রিজুয়ান।  এছাড়াও এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে সঞ্জীব উৎসব উদ্‌যাপন পর্ষদ। সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আয়োজক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কথায়, ‘আমরা সঞ্জীবদার গান ও দর্শনে বড় হয়েছি। তার সৃষ্টি শুধু ব

টিএসসিতে সঞ্জীব স্মরণে বিশেষ উৎসব
কথা, সুর আর প্রতিবাদের এক অনন্য কণ্ঠস্বর ছিলেন দেশের জনপ্রিয়  প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়। যে মানুষটি একসময় গানে গানে সময়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন আজ জন্মদিনে তিনি ভক্তদের মাঝে ফিরে এলেন স্মৃতি হয়ে। কিংবদন্তি সংগীতশিল্পী, লেখক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তার অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে আবেগঘন ‘সঞ্জীব উৎসব’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে টিএসসির সঞ্জীব চত্বরে উৎসবের ১৪তম আসরটি শুরু হয়। ‘আজব কারখানা’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব; যেখানে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীরা সঞ্জীব চৌধুরীর অমর গানগুলো পরিবেশন করবেন। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, ফারাহ্‌দীবা তাসনীম, রাজেশ মজুমদার ও রিহান রিজুয়ান।  এছাড়াও এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে সঞ্জীব উৎসব উদ্‌যাপন পর্ষদ। সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আয়োজক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কথায়, ‘আমরা সঞ্জীবদার গান ও দর্শনে বড় হয়েছি। তার সৃষ্টি শুধু বিনোদন নয়, বরং একটি গভীর জীবনদর্শন। সিংগার-সংরাইটার হিসেবে আমরা যারা সেই দর্শনকে লালন করি, তাদের এই সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য হলো তার কাজকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।’ উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র। বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তুলেছিলেন কালজয়ী ব্যান্ড ‘দলছুট’। সাংবাদিকতার পাশাপাশি সংগীত ও সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘রঙ্গিলা’, ‘জোছনাবিহার’ কিংবা ‘গাড়ি চলে না’র মতো অসংখ্য গানের স্রষ্টা এই গুণী শিল্পী ২০০৭ সালের ১৯ নভেম্বর না ফেরার দেশে চলে যান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow