টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো. ছিদ্দিকের মেয়ে। নিহত তরুণীর বাবা মো. ছিদ্দিক বলেন, সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান, গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকেল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মৃত্যু হয়।  টেকনাফ মডেল থ

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো. ছিদ্দিকের মেয়ে।

নিহত তরুণীর বাবা মো. ছিদ্দিক বলেন, সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান, গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকেল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মৃত্যু হয়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত তরুণীর সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow