ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ধেকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নিহত সাইফুল ইসলাম উপজেলার রয়হাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি গবাদি পশুর চিকিৎসা করতেন। প্রত্যকদর্শীরা জানান, সাইফুল ইসলাম ভুইয়াগাতি বাজার হতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর শত শত বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের দুইপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা ভোগান্তির কবলে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে ইউএনও এসেছেন। আমরা বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করছি।

ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ধেকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নিহত সাইফুল ইসলাম উপজেলার রয়হাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি গবাদি পশুর চিকিৎসা করতেন।

প্রত্যকদর্শীরা জানান, সাইফুল ইসলাম ভুইয়াগাতি বাজার হতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর শত শত বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের দুইপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা ভোগান্তির কবলে পড়েন।

রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে ইউএনও এসেছেন। আমরা বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow