ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। লন্ডনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বলে নির্ধারিত রয়েছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। কয়েকদিন আগেই লন্ডনের আদালতে তার রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত বিষয়টির সুরাহা হয়। তবে তিনি কোনো ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেননি বলে জানা গেছে। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপ

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। লন্ডনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বলে নির্ধারিত রয়েছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। কয়েকদিন আগেই লন্ডনের আদালতে তার রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত বিষয়টির সুরাহা হয়। তবে তিনি কোনো ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেননি বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন।

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow