ডাফির দাপটে তিন দিনেই কিউইদের টেস্ট জয়
জ্যাকব ডাফির আগ্রাসী পেস ও উইন্ডিজ ব্যাটিংয়ের বিপর্যয়ে মাত্র তিন দিনেই দ্বিতীয় টেস্ট জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে ৯ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এই জয় তাদের চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) চক্রের প্রথম সাফল্য।
প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ডাফি ও ডেবিউট্যান্ট মাইকেল রে-এর যৌথ পেস আক্রমণে সফরকারীরা থামে মাত্র ১২৮ রানে। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬—যা ১০ ওভারও লাগেনি তুলতে।
ম্যাচের তৃতীয় দিনের সকালেই শুরু হয় উইন্ডিজের পতন। ব্র্যান্ডন কিং রান-আউট হয়ে ফেরার পরপরই শাই হোপ সহজ ক্যাচ দিয়ে তুলে দেন উইকেট। চাপে পড়ে অধিনায়ক রস্টন চেজও আউট হন ডাফির বাউন্সারে এজ দিয়ে।
কাভেম হজ (৩৫) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা লড়াই করলেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। হজের পুল শটটি মধ্যমাঠে দুর্দান্ত ক্যাচে রূপ দেন সাবস্টিটিউট উইল ইয়াং। বাকিটা ছিল ডাফির।
তার স্পেল: ৫-৩৮, যা সিরিজে তার দ্বিতীয় পাঁচ উইকেট।
রে-ও তার ডেবিউ স্মরণীয় কর
জ্যাকব ডাফির আগ্রাসী পেস ও উইন্ডিজ ব্যাটিংয়ের বিপর্যয়ে মাত্র তিন দিনেই দ্বিতীয় টেস্ট জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে ৯ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এই জয় তাদের চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) চক্রের প্রথম সাফল্য।
প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ডাফি ও ডেবিউট্যান্ট মাইকেল রে-এর যৌথ পেস আক্রমণে সফরকারীরা থামে মাত্র ১২৮ রানে। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬—যা ১০ ওভারও লাগেনি তুলতে।
ম্যাচের তৃতীয় দিনের সকালেই শুরু হয় উইন্ডিজের পতন। ব্র্যান্ডন কিং রান-আউট হয়ে ফেরার পরপরই শাই হোপ সহজ ক্যাচ দিয়ে তুলে দেন উইকেট। চাপে পড়ে অধিনায়ক রস্টন চেজও আউট হন ডাফির বাউন্সারে এজ দিয়ে।
কাভেম হজ (৩৫) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা লড়াই করলেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। হজের পুল শটটি মধ্যমাঠে দুর্দান্ত ক্যাচে রূপ দেন সাবস্টিটিউট উইল ইয়াং। বাকিটা ছিল ডাফির।
তার স্পেল: ৫-৩৮, যা সিরিজে তার দ্বিতীয় পাঁচ উইকেট।
রে-ও তার ডেবিউ স্মরণীয় করে রাখেন ৩-৪৫ নিয়ে।
লক্ষ্য ৫৬ তাড়া করতে নেমে দ্রুত টম লাথামকে হারালেও আর কোনো চাপ পড়েনি নিউজিল্যান্ডে।
ডেভন কনওয়ে (২৮*) ও কেন উইলিয়ামসন (১৬*) সুনিপুণ ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে নিউজিল্যান্ড ২৭৮/৯ ডিক্লেয়ার করে, যেখানে অর্ধশতক আসে কনওয়ে (৬১) ও ডেবিউট্যান্ট মিচেল হে-এর (৬০) ব্যাটে।
উইন্ডিজ প্রথম ইনিংসে ২০৫ রান তুলতে পারে ব্লেয়ার টিকনারের ৪-৩২ এর স্পেলে চাপে পড়ে।
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন,
“দ্বিতীয় দিনে আমরা ছন্দ পেতে শুরু করি। দাফি দারুণভাবে সামলেছে নেতৃত্বের দায়িত্ব; রে-ও অত্যন্ত ধারাবাহিক ছিল।”
উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ মন্তব্য করেন,
“উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োগ করতে পারিনি। শেষ টেস্টে সিরিজ বাঁচানোর চেষ্টা করব।”
তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর, মাউন্ট মাউঙ্গানুইতে।