ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ নভেম্বর ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের কনিষ্ঠ দল। সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবে তারা। কক্সবাজার একাডেমি মাঠেই ১ ও ২ ডিসেম্বর দুই দিনের অনুশীলন সেরে মাঠের লড়াইয়ে নামবে সফরকারীরা। দুই দলের সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। ৪ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। টানা তিন ম্যাচের পর ৮ ডিসেম্বর নির্ধারিত বিশ্রাম দিবস। এরপর ৯ ডিসেম্বর আবার অনুশীলনে ফিরবে পাকিস্তান দল। ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচ, আর ১২ ডিসেম্বর পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আয়োজিত হবে। পাঁচ ম্যাচের প্রতিটিই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে, দুপুর ১:৩০ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত। এই সিরিজকে সামনে রেখে দুই দলই কক্সবাজারের নতুন আন্তর্জাতিক মানের ভেন্যুতে নিজেদের প্রস্তুতি শাণিত করবে।

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দলের সামনে আসছে নতুন চ্যালেঞ্জ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ নভেম্বর ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের কনিষ্ঠ দল। সেখান থেকে সরাসরি কক্সবাজারে যাবে তারা। কক্সবাজার একাডেমি মাঠেই ১ ও ২ ডিসেম্বর দুই দিনের অনুশীলন সেরে মাঠের লড়াইয়ে নামবে সফরকারীরা।

দুই দলের সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। ৪ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

টানা তিন ম্যাচের পর ৮ ডিসেম্বর নির্ধারিত বিশ্রাম দিবস। এরপর ৯ ডিসেম্বর আবার অনুশীলনে ফিরবে পাকিস্তান দল। ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচ, আর ১২ ডিসেম্বর পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি আয়োজিত হবে।

পাঁচ ম্যাচের প্রতিটিই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে, দুপুর ১:৩০ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত।

এই সিরিজকে সামনে রেখে দুই দলই কক্সবাজারের নতুন আন্তর্জাতিক মানের ভেন্যুতে নিজেদের প্রস্তুতি শাণিত করবে। নারী অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ–পাকিস্তান লড়াই সমর্থকদের মাঝেও দারুণ আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow