ডেইলি স্টারে হামলায় ৯ আসামি কারাগারে 

ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের মামলায় ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন- রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), ঢাকার জুলফিকার আলী সৌরভ (২২), ময়মনসিংহর মো. আলমাস আলী (২৯), নোয়াখালীর জুবায়ের হোসাইন (২১), সিলেটের আয়নুল হক কাশেমী (৩০), নোয়াখালীর আব্দুল রহমান পলাশ (৩০), রংপুরের মো. জান্নাতুল নাঈম (২১), শরীয়তপুরের ক্বারি মুয়াজবীন আ. রহমান (৩৪), চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ (২৪)। এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চারজনের জামিন নামঞ্জুরসহ ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান তেজগ

ডেইলি স্টারে হামলায় ৯ আসামি কারাগারে 
ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের মামলায় ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন- রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), ঢাকার জুলফিকার আলী সৌরভ (২২), ময়মনসিংহর মো. আলমাস আলী (২৯), নোয়াখালীর জুবায়ের হোসাইন (২১), সিলেটের আয়নুল হক কাশেমী (৩০), নোয়াখালীর আব্দুল রহমান পলাশ (৩০), রংপুরের মো. জান্নাতুল নাঈম (২১), শরীয়তপুরের ক্বারি মুয়াজবীন আ. রহমান (৩৪), চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ (২৪)। এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চারজনের জামিন নামঞ্জুরসহ ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।  মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিতে দিতে ভবনে প্রবেশ করে। হামলাকারীরা ডেইলি স্টারের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ চালিয়ে নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। হামলার সময় ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়। ঘটনার কারণে পরদিন ডেইলি স্টারের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ রাখতে হয়। পাশাপাশি প্রায় ১৭ ঘণ্টা অনলাইন কার্যক্রম স্থগিত থাকে। এদিকে, একই রাতে প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। ওই মামলায় ২২ ডিসেম্বর ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। আজ আরও দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া দুই আসামি হলেন, ইয়াসিন (৩৯), মো. হাসেম (২৪)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow