ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

পেশায় খাবার ডেলিভারি ম্যান হলেও পিতা হিসেবে নিজের কন্যার প্রতি দায়িত্ব পালনে অবহেলা নেই সেই বাবার। খাবার ডেলিভারির ফাঁকেই যখন সময় পান তখনই মেয়েকে পড়ালেখা শেখান বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। এতে দেখা যায়, খাবার ডেলিভারি অ্যাপ সুইগি টিশার্ট পরিহিত এক ব্যক্তি একটি ভবনের লিফটের কাছে তার ছোট্ট মেয়েকে নিয়ে বসে আছেন। পরবর্তী অর্ডারের অপেক্ষার ফাঁকে তিনি নিঃশব্দে মেয়েকে পড়াচ্ছেন। আর এ ঘটনাটি ঘটেছে ভারতে।  ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাবা প্রত্যেক ডেলিভারিতে মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। যখনই সময় পান তখনই বই নিয়ে মেয়ের সঙ্গে বসে পড়েন। সন্তানের প্রতি বাবার এমন দায়িত্ববোধ হৃদয় ছুঁয়েছে হাজারো নেটিজেনের। ভাসিয়ে দিয়েছেন হৃদয় শীতল করা সব মন্তব্যে। একজন লিখেছেন, একদিন এই মেয়ে তার বাবাকে গর্বিত করবে। আরেকজন লিখেছেন, প্রতিটি ডেলিভারি ইউনিফর্মের আড়ালে থাকে ভালোবাসা, ত্যাগ আর আশার এক বিশাল জগৎ।

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল
পেশায় খাবার ডেলিভারি ম্যান হলেও পিতা হিসেবে নিজের কন্যার প্রতি দায়িত্ব পালনে অবহেলা নেই সেই বাবার। খাবার ডেলিভারির ফাঁকেই যখন সময় পান তখনই মেয়েকে পড়ালেখা শেখান বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। এতে দেখা যায়, খাবার ডেলিভারি অ্যাপ সুইগি টিশার্ট পরিহিত এক ব্যক্তি একটি ভবনের লিফটের কাছে তার ছোট্ট মেয়েকে নিয়ে বসে আছেন। পরবর্তী অর্ডারের অপেক্ষার ফাঁকে তিনি নিঃশব্দে মেয়েকে পড়াচ্ছেন। আর এ ঘটনাটি ঘটেছে ভারতে।  ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাবা প্রত্যেক ডেলিভারিতে মেয়েকে সঙ্গে করে নিয়ে যান। যখনই সময় পান তখনই বই নিয়ে মেয়ের সঙ্গে বসে পড়েন। সন্তানের প্রতি বাবার এমন দায়িত্ববোধ হৃদয় ছুঁয়েছে হাজারো নেটিজেনের। ভাসিয়ে দিয়েছেন হৃদয় শীতল করা সব মন্তব্যে। একজন লিখেছেন, একদিন এই মেয়ে তার বাবাকে গর্বিত করবে। আরেকজন লিখেছেন, প্রতিটি ডেলিভারি ইউনিফর্মের আড়ালে থাকে ভালোবাসা, ত্যাগ আর আশার এক বিশাল জগৎ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow