ড্র করেও বিশ্বকাপে স্পেন-অস্ট্রিয়া-সুইজারল্যান্ড
নিজেদের ম্যাচে ড্র করেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে স্পেন, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড। স্পেন ২-২ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। দানি ওলমোর গোলে চতুর্থ মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে সমতা ফেরান তুরস্কের দেনিজ গুল। ৫৪ মিনিটে সালিহ ওজকান তুরস্ককে এগিয়ে দিয়েছিলেন ২-১ ব্যবধানে। তবে ৮ মিনিটের মাথায় ফের সমতা ফেরান স্পেনের মিকেল ওয়ারজাবান। এদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রিয়া। সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে কসোভার সঙ্গে। এমএমআর/জেআইএম
নিজেদের ম্যাচে ড্র করেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে স্পেন, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড।
স্পেন ২-২ গোলে ড্র করেছে তুরস্কের সঙ্গে। দানি ওলমোর গোলে চতুর্থ মিনিটে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে সমতা ফেরান তুরস্কের দেনিজ গুল।
৫৪ মিনিটে সালিহ ওজকান তুরস্ককে এগিয়ে দিয়েছিলেন ২-১ ব্যবধানে। তবে ৮ মিনিটের মাথায় ফের সমতা ফেরান স্পেনের মিকেল ওয়ারজাবান।
এদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রিয়া। সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে কসোভার সঙ্গে।
এমএমআর/জেআইএম
What's Your Reaction?