ঢাকনাহীন ড্রেন যেন মরণফাঁদ

6 days ago 8

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার ঘনবসতিপূর্ণ এলাকা চৌধুরীপাড়া ৭নং ওয়ার্ড। ব্যস্ততম এ এলাকায় রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেন বিপজ্জনক হয়ে উঠেছে। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ড্রেনে পড়ে থাকা ময়লা-আবর্জনায় জন্ম নিচ্ছে মশা। এতে ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু।

মাটিরাঙ্গার বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা পৌরসভার ড্রেনের পাশেই একটি খেলার মাঠ। প্রতিদিন শিশু শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে। মাঠের শেষ প্রান্তে অধিকাংশ জায়গাজুড়ে থাকা এই ড্রেন উন্মুক্ত অবস্থায় আছে। মারাত্মক বিপদ ও ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে হয়।

এদিকে, ড্রেনের ওপরে ডাকনা ও ডাস্টবিন না থাকায় অবাধে ময়লা-আবর্জনা ফেলছে এলাকাবাসী। তা ছাড়া চৌধুরীপাড়ায় ঘনবসতি হওয়ায় ড্রেনটি স্কুলের মাঠের সীমানা থেকে শুরু হয়ে চৌধুরীপাড়ার বসতবাড়ির পাশ দিয়ে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ধলিয়া খালে গিয়ে পড়েছে। ফলে ময়লার দুর্গন্ধে ও মশাবাহিত বিভিন্ন রোগের আতঙ্কে দিন কাটছে তাদের।

এলাকার বাসিন্দা মো. কায়সার সোহেল বলেন, ড্রেনটি আমার বাড়ির পাশ হয়ে ধলিয়া খালে গিয়ে মিলেছে। এর ওপর ঢাকনা না থাকায় আমাদের দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই। ড্রেনের আশপাশের বাসিন্দারা ময়লা-আবর্জনা, টয়লেটের ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ড্রেনেই ফেলছে। ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে আছি আমরা। দ্রুত ডাকনা নির্মাণ করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ঢাকনাহীন ড্রেন সত্যি ঝুঁকিপূর্ণ। বিষয়টি সরেজমিন দেখে দুর্ঘটনা এড়াতে ড্রেনের ওপর ঢাকনা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

Read Entire Article