ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাসে আগুন
ময়মনসিংহের ত্রিশালে একটি গার্মেন্টসের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাটি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বাসটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা ভোর রাতে আগুন দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহের ত্রিশালে একটি গার্মেন্টসের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বাসটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গার্মেন্টসের বাসে দুর্বৃত্তরা ভোর রাতে আগুন দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?