ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

নারী কাবাডি বিশ্বকাপের অন্যতম পরাশক্তি ইরান এখন ঢাকায়। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান নারী কাবাডি বিশ্বকাপ খেলছে দেশটি। ঢাকার অতিথেয়তায় মুগ্ধ পার্সিয়ানরা, মজেছেন এখানকার খাবারের ঝালে! ম্যাচ শুরুর পর আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে বুধবার জাঞ্জিবারকে উড়িয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করেছে বিশ্ব কাবাডির পরাশক্তি ইরান। আগের দুই ম্যাচে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল ২০১২ সালে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপের ফাইনালিস্টরা। গতকাল টানা তৃতীয় জয়ের পর ঢাকা নিজেদের অভিজ্ঞতার বর্ণনায় ইরান জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক আসমা ফাকরি বলছিলেন, ‘বাংলাদেশের আয়োজন খুব চমৎকার। আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি।’ আসমা ফাকরি আরও বলেন, ‘বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়। এখানকার খাবার অবশ্য আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।’ দ্বিতীয় নারী নারী কাবাডি বিশ্বকাপে গত আসরের ফাইনালিস্ট ভারত ও ইরান ছাড়াও অংশগ্রহণ করছে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, জার্মািন, উগান্ডা, জাঞ্জিবার

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

নারী কাবাডি বিশ্বকাপের অন্যতম পরাশক্তি ইরান এখন ঢাকায়। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান নারী কাবাডি বিশ্বকাপ খেলছে দেশটি। ঢাকার অতিথেয়তায় মুগ্ধ পার্সিয়ানরা, মজেছেন এখানকার খাবারের ঝালে!

ম্যাচ শুরুর পর আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে বুধবার জাঞ্জিবারকে উড়িয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করেছে বিশ্ব কাবাডির পরাশক্তি ইরান। আগের দুই ম্যাচে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল ২০১২ সালে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গতকাল টানা তৃতীয় জয়ের পর ঢাকা নিজেদের অভিজ্ঞতার বর্ণনায় ইরান জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক আসমা ফাকরি বলছিলেন, ‘বাংলাদেশের আয়োজন খুব চমৎকার। আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি।’

আসমা ফাকরি আরও বলেন, ‘বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়। এখানকার খাবার অবশ্য আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।’

দ্বিতীয় নারী নারী কাবাডি বিশ্বকাপে গত আসরের ফাইনালিস্ট ভারত ও ইরান ছাড়াও অংশগ্রহণ করছে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, জার্মািন, উগান্ডা, জাঞ্জিবার, কেনিয়া. থাইল্যান্ড এবং স্বাগতিক বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকার ঘোষিত তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এ নারী বিশ্বকাপ। যাকে ঘিরে ১০ অতিথি এবং বাংলাদেশ দলের পদচারণা মুখর মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow