ঢাকায় অবৈধ গ্যাসলাইন সংযোগ বন্ধে অভিযান

রাজধানীর পল্লবী, ইস্টার্ন হাউজিং ও মিরপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাস অপব্যবহার রোধে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে মোট ৫টি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, অভিযান চলাকালে শিল্প ও আবাসিক খাতে মোট ১৫ হাজার ১৫০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের ওপর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, নিউ একতা ওয়াশিং কারখানা। এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও মেসার্স বি.কে থ্রেড অ্যান্ড এক্সেসরিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিং কারখানার অবৈধ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়। অভিযানের অংশ হিসেবে পল্লবীর রূপনগর ও বালুর মাঠ বস্তি সংলগ্ন সড়কে পরিচালিত অভিযানে ৫০০টিরও বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সরকারি তথ্য বিবরণীতে আরও বলা হয়, গ্যাসে

ঢাকায় অবৈধ গ্যাসলাইন সংযোগ বন্ধে অভিযান

রাজধানীর পল্লবী, ইস্টার্ন হাউজিং ও মিরপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাস অপব্যবহার রোধে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে মোট ৫টি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, অভিযান চলাকালে শিল্প ও আবাসিক খাতে মোট ১৫ হাজার ১৫০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের ওপর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, নিউ একতা ওয়াশিং কারখানা। এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও মেসার্স বি.কে থ্রেড অ্যান্ড এক্সেসরিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিং কারখানার অবৈধ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের অংশ হিসেবে পল্লবীর রূপনগর ও বালুর মাঠ বস্তি সংলগ্ন সড়কে পরিচালিত অভিযানে ৫০০টিরও বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সরকারি তথ্য বিবরণীতে আরও বলা হয়, গ্যাসের অপব্যবহার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এমএই/এসএনআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow