ঢাকা ওয়াইএমসিএ-এর নতুন প্রেসিডেন্ট ‘ড্যানিয়েল নির্মল ডি কস্তা’
সম্প্রতি ঢাকা ওয়াইএমসিএ-এর পরিচালক মন্ডলীর সভায় ২০২৫-২৬ কার্যমেয়াদে সর্বসম্মতিক্রমে ‘ড্যানিয়েল নির্মল ডি কস্তা’ সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ড্যানিয়েল নির্মল ডি কস্তা ইতোপূর্বে দ্য ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ অব বাংলাদেশ-এর জাতীয় সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়াইএমসি’র সহসভাপতি ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে অনেক করপোরেট হাউসে কাজ করেছেন এবং বর্তমানে তিনি তার স্বনামধন্য আইন উপদেষ্টাও ট্যাক্স ফার্ম ডি’কস্তা অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর ম্যানেজিং পার্টনার ও জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি অনেক ব্যক্তি ও খ্যাতনামা প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা। এই দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তার নেতৃত্বে বিশ্বস্বীকৃত ও একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা ওয়াইএমসিএ-এর চেতনা, দর্শন ও আদর্শ অনুসারে যুব কার্যক্রম ও যুব উন্নয়নে সাংবিধানিক পথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাম্য লক্ষ্য ও উদ্দেশ্যার্জনে সফলতার দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন অ্যাসোসিয়েশনের সন্মানিত সদস্যগণ।
সম্প্রতি ঢাকা ওয়াইএমসিএ-এর পরিচালক মন্ডলীর সভায় ২০২৫-২৬ কার্যমেয়াদে সর্বসম্মতিক্রমে ‘ড্যানিয়েল নির্মল ডি কস্তা’ সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ড্যানিয়েল নির্মল ডি কস্তা ইতোপূর্বে দ্য ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ অব বাংলাদেশ-এর জাতীয় সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়াইএমসি’র সহসভাপতি ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে অনেক করপোরেট হাউসে কাজ করেছেন এবং বর্তমানে তিনি তার স্বনামধন্য আইন উপদেষ্টাও ট্যাক্স ফার্ম ডি’কস্তা অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর ম্যানেজিং পার্টনার ও জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি অনেক ব্যক্তি ও খ্যাতনামা প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা।
এই দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তার নেতৃত্বে বিশ্বস্বীকৃত ও একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা ওয়াইএমসিএ-এর চেতনা, দর্শন ও আদর্শ অনুসারে যুব কার্যক্রম ও যুব উন্নয়নে সাংবিধানিক পথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাম্য লক্ষ্য ও উদ্দেশ্যার্জনে সফলতার দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন অ্যাসোসিয়েশনের সন্মানিত সদস্যগণ।
What's Your Reaction?