ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্র-জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে যায় যান চলাচল। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের মহাসড়কের সাইনবোর্ডে অবস্থান নেন তারা। সরেজমিনে দেখা গেছে, ছাত্র-জনতারা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দেন। অবরোধকারী জনতাকে অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য যানবাহন আটকে রাখতে দেখা যায়। আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। এর আগে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) মাঝরাতে ইনক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের মহাসড়কের সাইনবোর্ডে অবস্থান নেন তারা।
সরেজমিনে দেখা গেছে, ছাত্র-জনতারা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দেন। অবরোধকারী জনতাকে অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য যানবাহন আটকে রাখতে দেখা যায়।
আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো।
এর আগে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) মাঝরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ আট বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।’
What's Your Reaction?