ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৩

মাদারীপুরের শিবচরে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপর ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’ বাসটি সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৩

মাদারীপুরের শিবচরে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপর ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’ বাসটি সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow