ঢাবির আরও ৮ হল পরিদর্শন বুয়েট বিশেষজ্ঞ দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ভূমিকম্প পরবর্তী কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও অবস্থা পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আরও আটটি হল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল। রোববার (৩০ নভেম্বর) সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সাব-কমিটি হলগুলো পরিদর্শন করে। দুপুরে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি ও ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা শামসুন নাহার হল পরিদর্শন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শামসুন নাহার হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞদের নেতৃত্বে গঠিত বিভিন্ন সাব-কমিটি দিনভর আরও সাতটি হল ও হোস্টেল পরিদর্শন করে। এগুলো হলো ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও অমর একুশে হল। পরিদর্শনে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. রাকিব আহসান, অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ভূমিকম্প পরবর্তী কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও অবস্থা পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আরও আটটি হল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল। রোববার (৩০ নভেম্বর) সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সাব-কমিটি হলগুলো পরিদর্শন করে।
দুপুরে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি ও ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা শামসুন নাহার হল পরিদর্শন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শামসুন নাহার হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞদের নেতৃত্বে গঠিত বিভিন্ন সাব-কমিটি দিনভর আরও সাতটি হল ও হোস্টেল পরিদর্শন করে। এগুলো হলো ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও অমর একুশে হল।
পরিদর্শনে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. রাকিব আহসান, অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ভূমিকম্প-পরবর্তী কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং নিয়ে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।
এফএআর/এমএমকে/জেআইএম
What's Your Reaction?