ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন। আরও পড়ুনকৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল ৭ জানুয়ারির মধ্যে প্রাথমিকে কর্মঘণ্টা বাড়লো, শিক্ষকদের ক্ষোভ  এবারের ফলাফলে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। মোট এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন বিন্যাস অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল ৭ জানুয়ারির মধ্যে 
প্রাথমিকে কর্মঘণ্টা বাড়লো, শিক্ষকদের ক্ষোভ 

এবারের ফলাফলে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। মোট এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আসন বিন্যাস অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৯৩০টি আসন। এছাড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।

এফএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow