তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। তিনি আরও বলেন, এখন থেকে আর দিনের ভোট রাতের অন্ধকারে হবে না, কিংবা মৃত মানুষের নামে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের রায়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং রূপকল্প হবে পূর্বের ব্যবস্থা অনুযায়ী নাকি জুলাই সনদ অনুসারে। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, “পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন ঠিক করবে পরবর্তী সংসদ।” এর আগে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আ

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। তিনি আরও বলেন, এখন থেকে আর দিনের ভোট রাতের অন্ধকারে হবে না, কিংবা মৃত মানুষের নামে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের রায়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং রূপকল্প হবে পূর্বের ব্যবস্থা অনুযায়ী নাকি জুলাই সনদ অনুসারে।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, “পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন ঠিক করবে পরবর্তী সংসদ।”

এর আগে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow