তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বয়স বাড়লে ত্বকে তার স্পষ্ট প্রভাব পড়ে―ত্বক হয় শুষ্ক, কুঁচকে যায়, আর আগের মতো উজ্জ্বল থাকে না। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে যা বয়স্কদের ত্বককে আবার টানটান ও তরুণ দেখাতে সাহায্য করতে পারে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, তরুণদের রক্ত বা রক্তের রস (সিরাম) বয়স্ক শরীরে ব্যবহার করলে ত্বকের বয়স কমতে পারে। ত্বক আরও মসৃণ ও দৃঢ় দেখাতে পারে। গবেষণায় কী পাওয়া গেছে? জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেইয়ের্সডর্ফ এজি মানুষের ত্বকের মতো বিশেষ মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস ব্যবহার করে। শুরুতে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও, যখন সেই মডেলে হাড়ের অস্থিমজ্জার কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষে বেশ পরিবর্তন দেখা দেয়—যেন ত্বক আবার তরুণ হতে শুরু করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, তরুণ রক্তরস ও অস্থিমজ্জার কোষ একসঙ্গে কাজ করে ত্বকের কোষে তারুণ্য আনার মতো পরিবর্তন ঘটাতে পারে। গবেষণায় পাওয়া গেছে, এই দুই উপাদান মিলে ৫৫ ধরনের প্রোটিন তৈরি করে। এর মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বককে তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এগুলো ঠিক কীভাবে কাজ করে - সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বয়স বাড়লে ত্বকে তার স্পষ্ট প্রভাব পড়ে―ত্বক হয় শুষ্ক, কুঁচকে যায়, আর আগের মতো উজ্জ্বল থাকে না। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে যা বয়স্কদের ত্বককে আবার টানটান ও তরুণ দেখাতে সাহায্য করতে পারে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, তরুণদের রক্ত বা রক্তের রস (সিরাম) বয়স্ক শরীরে ব্যবহার করলে ত্বকের বয়স কমতে পারে। ত্বক আরও মসৃণ ও দৃঢ় দেখাতে পারে।

গবেষণায় কী পাওয়া গেছে?

জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেইয়ের্সডর্ফ এজি মানুষের ত্বকের মতো বিশেষ মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস ব্যবহার করে। শুরুতে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও, যখন সেই মডেলে হাড়ের অস্থিমজ্জার কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষে বেশ পরিবর্তন দেখা দেয়—যেন ত্বক আবার তরুণ হতে শুরু করেছে।

বিজ্ঞানীরা মনে করছেন, তরুণ রক্তরস ও অস্থিমজ্জার কোষ একসঙ্গে কাজ করে ত্বকের কোষে তারুণ্য আনার মতো পরিবর্তন ঘটাতে পারে।

গবেষণায় পাওয়া গেছে, এই দুই উপাদান মিলে ৫৫ ধরনের প্রোটিন তৈরি করে। এর মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বককে তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এগুলো ঠিক কীভাবে কাজ করে - সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। আরও গবেষণা প্রয়োজন।

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং বয়সের ছাপও সবচেয়ে আগে ত্বকেই দেখা যায়। তাই বিজ্ঞানীরা ত্বককে কেন্দ্র করেই বয়স কমানোর উপায় খুঁজছেন। তাদের মতে, ত্বকের স্বাস্থ্যই শরীরের সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন।

এই গবেষণা সত্যি প্রমাণিত হলে, হয়তো ভবিষ্যতে বয়সকে ধীর করে দেওয়া সম্ভব হতে পারে। বার্ধক্য তখন আর দুর্বলতা নয়, বরং হতে পারে সতেজ, সুস্থ ও সক্রিয় থাকার নতুন সম্ভাবনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow