তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও কানাডা থেকে প্রকাশিত নিউজ ডিপ্লোমেটস সম্পাদক দুলাল আহমদ চৌধুরীর বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬ ও ২৭ ধারায় দায়ের হওয়া অভিযোগ তদন্তের জন্য ট্রাইব্যুনাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন। গত ১১ জানুয়ারি সাইবার ট্রাইবুনালে এই অভিযোগ দায়ের করেন সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আলা উদ্দিন। ট্রাইব্যুনালের বিচারক শুনানীর প্রায় এক সপ্তাহ পর রোববার এই আদেশ দেন।   মাওলানা আলা উদ্দিন দাবি করেছেন, দেশের পরিবর্তিত ও সংবেদনশীল পরিস্থিতিতে ইসলাম ধর্ম ও আলেম-ওলামাদের নিয়ে তসলিমা নাসরিনের বিতর্কিত লেখা অনলাইন পত্রিকা নিউজ ডিপ্লোমেটস পরিকল্পিতভাবে প্রকাশ করেছে। নিউজ ডিপ্লোমেটস-এ সম্প্রতি প্রকাশিত তসলিমা নাসরিনের ৬টি কলামের বর্ণনা তিনি অভিযোগে তুলে ধরেন। বাদীর আইনজীবী মো. হারুন মিয়া জানান, প্রকাশিত এসব লেখায় অত্যন্ত খোলামেলাভাবে ইসলাম ধর্ম, আলেম-ওলামা, দেশপ্রেমিক রাজনীতিক, মাদ্রাসা শিক্ষা, জুলাই যোদ্ধাদের সমালোচনা করা হয়েছে।

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও কানাডা থেকে প্রকাশিত নিউজ ডিপ্লোমেটস সম্পাদক দুলাল আহমদ চৌধুরীর বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬ ও ২৭ ধারায় দায়ের হওয়া অভিযোগ তদন্তের জন্য ট্রাইব্যুনাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

গত ১১ জানুয়ারি সাইবার ট্রাইবুনালে এই অভিযোগ দায়ের করেন সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আলা উদ্দিন। ট্রাইব্যুনালের বিচারক শুনানীর প্রায় এক সপ্তাহ পর রোববার এই আদেশ দেন।  

মাওলানা আলা উদ্দিন দাবি করেছেন, দেশের পরিবর্তিত ও সংবেদনশীল পরিস্থিতিতে ইসলাম ধর্ম ও আলেম-ওলামাদের নিয়ে তসলিমা নাসরিনের বিতর্কিত লেখা অনলাইন পত্রিকা নিউজ ডিপ্লোমেটস পরিকল্পিতভাবে প্রকাশ করেছে।

নিউজ ডিপ্লোমেটস-এ সম্প্রতি প্রকাশিত তসলিমা নাসরিনের ৬টি কলামের বর্ণনা তিনি অভিযোগে তুলে ধরেন। বাদীর আইনজীবী মো. হারুন মিয়া জানান, প্রকাশিত এসব লেখায় অত্যন্ত খোলামেলাভাবে ইসলাম ধর্ম, আলেম-ওলামা, দেশপ্রেমিক রাজনীতিক, মাদ্রাসা শিক্ষা, জুলাই যোদ্ধাদের সমালোচনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow