তাইওয়ানে ভূমিকম্প, জনমনে আতঙ্ক
তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে বৃহস্পতিবার ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া প্রশাসনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব রাজধানী তাইপেতেও অনুভূত হয় এবং সেখানে ভবনগুলো কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। অতীতে ভয়াবহ ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ যায় দুই হাজারের বেশি মানুষের।
তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে বৃহস্পতিবার ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া প্রশাসনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব রাজধানী তাইপেতেও অনুভূত হয় এবং সেখানে ভবনগুলো কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। অতীতে ভয়াবহ ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হন। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ যায় দুই হাজারের বেশি মানুষের।
What's Your Reaction?