তারেক রহমানকে বরণে ভৈরবে ব্যাপক প্রস্তুতি
আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আগমন উপলক্ষে ভৈরবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমসহ ভৈরব উপজেলা বিএনপির নেতারা মাঠ পরিদর্শন করেন। এ সময় শরীফুল আলম জানান, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান ভৈরবে জনসভায় যোগ দেবেন। জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। তাছাড়া তিনি কিশোরগঞ্জের ৬টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন। তিনি বলেন, তার আগে তারেক রহমান ৩৬০ আউলিয়ার নগরী সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। এখানে তিনি সকালে প্রথমে শহরে হজরত শাহ জালাল (র.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিমনগরে হজরত শাহ পরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য দেবেন। পরিদর্শনে তার সঙ্গে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ
আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আগমন উপলক্ষে ভৈরবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমসহ ভৈরব উপজেলা বিএনপির নেতারা মাঠ পরিদর্শন করেন।
এ সময় শরীফুল আলম জানান, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান ভৈরবে জনসভায় যোগ দেবেন। জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। তাছাড়া তিনি কিশোরগঞ্জের ৬টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন।
তিনি বলেন, তার আগে তারেক রহমান ৩৬০ আউলিয়ার নগরী সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। এখানে তিনি সকালে প্রথমে শহরে হজরত শাহ জালাল (র.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিমনগরে হজরত শাহ পরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য দেবেন।
পরিদর্শনে তার সঙ্গে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?