তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

সিলেটের নির্বাচনী জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে মৌলভীবাজারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সমাবেশ কেন্দ্র করে জেলার ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। জানা গেছে, মৌলভীবাজারের শেরপুরের আইনপুরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। এ ছাড়া বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির নেতারা। এই জনসভায় তারেক রহমান জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এর আগে, ২০০৫ সালে মৌলভীবাজারে প্রথম আসেন তারেক রহমান। সর্বশেষ ২০১৮ সালে শেরপুরের পথসভা ও ২০০৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভার পর এটাই দলীয়প্রধানের প্রথম কোনো জনসভা।

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

সিলেটের নির্বাচনী জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে মৌলভীবাজারে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সমাবেশ কেন্দ্র করে জেলার ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

জানা গেছে, মৌলভীবাজারের শেরপুরের আইনপুরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। এ ছাড়া বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির নেতারা।

এই জনসভায় তারেক রহমান জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এর আগে, ২০০৫ সালে মৌলভীবাজারে প্রথম আসেন তারেক রহমান। সর্বশেষ ২০১৮ সালে শেরপুরের পথসভা ও ২০০৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভার পর এটাই দলীয়প্রধানের প্রথম কোনো জনসভা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow