তারেক রহমানের কাছে ‌‘জুলাই যোদ্ধা আন্দোলনে’র ৫ দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন (কেন্দ্রীয় কমিটি) নামে একটি সংগঠন। শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন। সংগঠনটির নেতারা জানান, তাদের দাবি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে, বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে এ আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো: ১. জুলাই যোদ্ধাদের জন্য পৃথক পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা। ২. সব জুলাই যোদ্ধাদের জন্য বিশেষায়িত আইনি সহায়তা কমিটি গঠন। ৩. আহত জুলাই যোদ্ধাদের জন্য মেডিকেল সাপোর্ট ও চিকিৎসা টিম গঠন। ৪. জুলাই যোদ্ধাদের রাজনৈতিক ও সংগঠনগত স্বীকৃতি নিশ্চিতকরণ। ৫.আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন দলীয়ভাবে নিশ্চিত করা। আরএএস/এনএইচআর

তারেক রহমানের কাছে ‌‘জুলাই যোদ্ধা আন্দোলনে’র ৫ দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন (কেন্দ্রীয় কমিটি) নামে একটি সংগঠন। শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন।

সংগঠনটির নেতারা জানান, তাদের দাবি বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে, বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে এ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা ৫ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো:

১. জুলাই যোদ্ধাদের জন্য পৃথক পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা।

২. সব জুলাই যোদ্ধাদের জন্য বিশেষায়িত আইনি সহায়তা কমিটি গঠন।

৩. আহত জুলাই যোদ্ধাদের জন্য মেডিকেল সাপোর্ট ও চিকিৎসা টিম গঠন।

৪. জুলাই যোদ্ধাদের রাজনৈতিক ও সংগঠনগত স্বীকৃতি নিশ্চিতকরণ।

৫.আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন দলীয়ভাবে নিশ্চিত করা।

আরএএস/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow