তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজি আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বিএনপির গুলশান কার্যালয়ের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইয়াছিনসহ চার নেতার এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা ৬টি সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দলীয় নির্দেশনা অমান্য করে ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে নির্বাচন করায় আজীবন বহিষ্কৃত) সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার। ওই বৈঠকের পর নির্বাচন থেকে সরে দাঁড়ান
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজি আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বিএনপির গুলশান কার্যালয়ের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইয়াছিনসহ চার নেতার এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা ৬টি সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দলীয় নির্দেশনা অমান্য করে ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে নির্বাচন করায় আজীবন বহিষ্কৃত) সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার। ওই বৈঠকের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইয়াছিন।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ইয়াছিন ভাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তাকে কুমিল্লা জেলার ৬টি আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।
What's Your Reaction?