তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পৌঁছানো সম্ভব না হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শীর্ষ নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের নির্ধারিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। তিনি কিছুক্ষণ পর স্মৃতিসৌধে পৌঁছাবেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ন

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পৌঁছানো সম্ভব না হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শীর্ষ নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের নির্ধারিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। তিনি কিছুক্ষণ পর স্মৃতিসৌধে পৌঁছাবেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনীত প্রার্থী তমিজ উদ্দিনসহ দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow