তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাজধানীতে ‘স্বাগত মিছিল’ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা-বনানী কাকলি ফুটওভার ব্রিজের নিচ থেকে এই মিছিলটি শুরু হয়ে মহাখালী কাঁচাবাজার গিয়ে শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিলে মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং উত্তর যুবদলের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। এই মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হলো।  এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য যুবদল ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাজধানীতে ‘স্বাগত মিছিল’ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা-বনানী কাকলি ফুটওভার ব্রিজের নিচ থেকে এই মিছিলটি শুরু হয়ে মহাখালী কাঁচাবাজার গিয়ে শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান।

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিলে মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং উত্তর যুবদলের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। এই মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হলো। 

এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য যুবদল ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow