তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তারেক রহমান দেশ গড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশ থেকে আমরা সব অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর করতে চাই। একটি শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।  রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, দেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি দেশকে একটি উদারপন্থি, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।  তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনম

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তারেক রহমান দেশ গড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশ থেকে আমরা সব অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর করতে চাই। একটি শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, দেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি দেশকে একটি উদারপন্থি, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সজীব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow