তালিমের নামে জামায়াতের নারীদের প্রতারণা প্রতিহত করতে হবে

সারা দেশে তালিমের নামে জামায়াতের নারীদের প্রতারণা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী জয়নগর বোর্ডঘর মাঠে ছলিমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় এ আহ্বান জানান তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াত নেতাকর্মীরা নির্বাচন সামনে রেখে ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহজ-সরল নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রে নম্বর নিয়ে নিচ্ছে। বোরকা পরে ওই নম্বরের পরিচয়ে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। তিনি বলেন, জামায়াতের নারী নেতাকর্মীরা কোরআন শরিফ ছুঁয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে শপথ করিয়ে নিচ্ছেন। এই অপতৎপরতার প্রতিবাদ করায় তারা ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যার চেষ্টা করেছে। আমার প্রশাসনকে অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা না নিলে জনগণ জামায়াতের চক্রান্তের জবাব দেবে। আমি সারাদেশেই তালিমের নামে জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানাই। এর আগে দুপুরে, পাবনা প্রেস ক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হাবিবুর রহ

তালিমের নামে জামায়াতের নারীদের প্রতারণা প্রতিহত করতে হবে

সারা দেশে তালিমের নামে জামায়াতের নারীদের প্রতারণা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী জয়নগর বোর্ডঘর মাঠে ছলিমপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় এ আহ্বান জানান তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াত নেতাকর্মীরা নির্বাচন সামনে রেখে ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহজ-সরল নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রে নম্বর নিয়ে নিচ্ছে। বোরকা পরে ওই নম্বরের পরিচয়ে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে তারা।

তিনি বলেন, জামায়াতের নারী নেতাকর্মীরা কোরআন শরিফ ছুঁয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে শপথ করিয়ে নিচ্ছেন। এই অপতৎপরতার প্রতিবাদ করায় তারা ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যার চেষ্টা করেছে। আমার প্রশাসনকে অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা না নিলে জনগণ জামায়াতের চক্রান্তের জবাব দেবে। আমি সারাদেশেই তালিমের নামে জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানাই।

এর আগে দুপুরে, পাবনা প্রেস ক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হাবিবুর রহমান হাবিব বলেন, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে জেলা জামায়াতের আমির আবু তালেবের নেতৃত্বে জামায়াত-শিবির ক্যাডাররা অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে গুলি ছুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করে। সে সময় জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, জামায়াতের সন্ত্রাসীরা বিএনপির একনিষ্ঠ কর্মী মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা করতে গেলে পুলিশ জামায়াত নেতা তালেব মন্ডলকে আসামি করায় মামলা নিতে অস্বীকার করে। সেই কারণেই আমার প্রশ্ন দেশটা কে চালাচ্ছে?

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, জীবনের ওপর দিয়ে অনেক ঘাত-প্রতিঘাত আক্রমণ চলেছে। সবকিছু মোকাবিলা করে টিকে আছি। সামনে দিনেও বুক উঁচিয়ে টিকে থাকবো।


শেখ মহসীন/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow