তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। জানা গেছে, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে কয়েকশ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। স্থানীয়দের অভিযোগ, গোলাম মসীহ নিজ বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে এ আয়োজন করান। ধর্মীয় আবেগকে পুঁজি করে নারীদের ব্যবহার করে ভোটের মাঠে সুবিধা নেওয়ার এমন কৌশল রাজনীতির নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে

তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। জানা গেছে, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে কয়েকশ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। স্থানীয়দের অভিযোগ, গোলাম মসীহ নিজ বাড়িতে তার স্ত্রীর নেতৃত্বে এ আয়োজন করান। ধর্মীয় আবেগকে পুঁজি করে নারীদের ব্যবহার করে ভোটের মাঠে সুবিধা নেওয়ার এমন কৌশল রাজনীতির নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে গোলাম মসীহ বলেন, আমার বাড়িতে ইসলামী তালিম হচ্ছিল। কে বা কারা লিফলেট বিতরণ করেছে তা আমি জানি না। অন্য প্রার্থীরা প্রচারণা করলে দোষ নেই, আমি করলে দোষ কেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, গোপনে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণার তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই জরিমানা করা হয়েছে। গোলাম মসীহ সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow