তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম (সিলভার সেলিম)।  সোমবার (২৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার হাতে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পূর্বে শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের ধাম পুণ্য ভূমি শ্রীধাম ওরা কান্দি’র ঠাকুর বাড়িতে যান এমএএইচ সেলিম। সেখানে বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক শ্রী সাগর সাধু ঠাকুর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সেখানে অনেক ভক্তরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।  বীর মুক্তিযোদ্ধা এএইচ সেলিম ঠাকুর বাড়ির সবার কাছে আগামী জাতীয় নির্বাচনের জন্য আশীর্বাদ চান। মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুরসহ সবাই তাকে আশীর্বাদ করেন এবং আসন্ন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিমকে সর্বাত্মক সহযো

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম (সিলভার সেলিম)। 

সোমবার (২৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার হাতে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পূর্বে শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের ধাম পুণ্য ভূমি শ্রীধাম ওরা কান্দি’র ঠাকুর বাড়িতে যান এমএএইচ সেলিম। সেখানে বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক শ্রী সাগর সাধু ঠাকুর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সেখানে অনেক ভক্তরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

বীর মুক্তিযোদ্ধা এএইচ সেলিম ঠাকুর বাড়ির সবার কাছে আগামী জাতীয় নির্বাচনের জন্য আশীর্বাদ চান। মতুয়া মহাসঙ্গ’র সভাপতি শ্রী সুব্রত ঠাকুর ও মতুয়া মহাসঙ্গ’র সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুরসহ সবাই তাকে আশীর্বাদ করেন এবং আসন্ন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান দেন।

উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম ৯০ এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য থাকাকালীন মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। 

বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিতে তার ফেরার ঘোষণায় বাগেরহাটে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সব শ্রেণিপেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow