তিন দাবিতে সরকারকে আলটিমেটাম ডাকসুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধি দল। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এই দলটি তিন দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো- ১. ওসমান হাদির ওপর হামলাকারী, হামলার পরিকল্পনাকারী ও হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব অঙ্গ সংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে ও গাফিলতির বিচার করতে হবে। ২. ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠনপূর্বক আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। ৩. খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

তিন দাবিতে সরকারকে আলটিমেটাম ডাকসুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে এই দলটি তিন দফা দাবি উত্থাপন করে।

দাবিগুলো হলো-

১. ওসমান হাদির ওপর হামলাকারী, হামলার পরিকল্পনাকারী ও হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব অঙ্গ সংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে ও গাফিলতির বিচার করতে হবে।

২. ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠনপূর্বক আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

৩. খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow