তিস্তা পাড়ে দেশসেরা বিতার্কিকদের মিলনমেলা
তিস্তা আন্দোলনকে বেগবান করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের ‘বাঁচাও তিস্তা, বাঁচাও তিস্তা’ স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ জাতীয় বির্তকের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর শনিবার বিকেল থেকে শুরু রাত পযর্ন্ত তিস্তার পাড়ে সারাদেশ থেকে আসা বির্তাকিকদের নিয়ে আয়োজনটি চলে।
What's Your Reaction?
