তুরস্কে মৃদু ভূমিকম্প, ভূপৃষ্ঠের খুব কাছে ছিল উৎপত্তিস্থল
পশ্চিম তুরস্কে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ১ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল বালিকেসির শহরের প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সিন্দিরগি শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এ পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির তথ্যও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম তুরস্কে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ১ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল বালিকেসির শহরের প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সিন্দিরগি শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এ পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির তথ্যও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?