তৃণমূল পর্যায়ে খেলার আয়োজন ছাড়া খেলোয়াড় তৈরি হবে না: আসিফ আকবর
তৃণমূল পর্যায়ে বেশি বেশি খেলা আয়োজন ছাড়া খেলোয়াড় তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নীলফামারী স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। আসিফ আকবর বলনে, রংপুর বিভাগের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিতে মাঠ উন্নয়ন ও লজিস্টিক সার্পোট বাড়ানো হবে যাতে এখান থেকে নতুন নতুন ক্রিকেটার তৈরি করা যায়। তিনি আরও বলনে, সব সুযোগ-সুবিধা থাকার পরও নীলফামারী স্টেডিয়ামটি সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না। ফুটবলের পাশাপাশি এই স্টেডিয়ামে ক্রিকেটের আয়োজন করা যায় কি না তা নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করতে হবে। সম্প্রতি নারী ক্রিকেটারদের হেনস্তা সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তের ফলাফলেরভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে স্থানীয় ক্রিকেটার ও আয়োজকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার রিশাদ হোসেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচবি আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার মো. শাকরি ও জেলা ক্রীড়া সংস্থার
তৃণমূল পর্যায়ে বেশি বেশি খেলা আয়োজন ছাড়া খেলোয়াড় তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নীলফামারী স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
আসিফ আকবর বলনে, রংপুর বিভাগের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিতে মাঠ উন্নয়ন ও লজিস্টিক সার্পোট বাড়ানো হবে যাতে এখান থেকে নতুন নতুন ক্রিকেটার তৈরি করা যায়।
তিনি আরও বলনে, সব সুযোগ-সুবিধা থাকার পরও নীলফামারী স্টেডিয়ামটি সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না। ফুটবলের পাশাপাশি এই স্টেডিয়ামে ক্রিকেটের আয়োজন করা যায় কি না তা নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করতে হবে।
সম্প্রতি নারী ক্রিকেটারদের হেনস্তা সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তের ফলাফলেরভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে স্থানীয় ক্রিকেটার ও আয়োজকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার রিশাদ হোসেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচবি আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার মো. শাকরি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল আলম ও অ্যাডভোকটে আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন।
আমিরুল হক/এনএইচআর/এএসএম
What's Your Reaction?