থাইরয়েড ক্যান্সারের ৫টি লক্ষণ ও করণীয়

থাইরয়েড ক্যান্সার মূলত থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক কোষ বৃদ্ধি থেকে শুরু হয় এবং রক্ত ​​​​প্রবাহ বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। কিছু জেনেটিক কারণও এ ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।  থাইরয়েড ক্যানসার শুরুতে খুব নিঃশব্দে বাড়তে পারে, তাই অনেক সময় লক্ষণগুলো হালকা থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ সংকেত আছে যেগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।  থাইরয়েড ক্যানসারের ৫টি সাধারণ লক্ষণ: ১. গলায় গুটি বা স্ফীতি: গলার সামনে (থাইরয়েডের কাছে) শক্ত বা বাড়তে থাকা গুটি দেখা দেয়। চাপ দিলে নড়াচড়া কম হতে পারে। ২. কণ্ঠ ভেঙে যাওয়া বা ভয়েস পরিবর্তন: স্বর ভাঙা, কর্কশ হওয়া বা দীর্ঘদিন কণ্ঠ দুর্বল থাকা। কোন সর্দি–কাশি ছাড়া ২ সপ্তাহের বেশি ভয়েস সমস্যায় ভুগলে গুরুত্ব দিতে হবে। ৩. গিলতে সমস্যা: খাবার বা পানি গিলতে কষ্ট হওয়া। মনে হওয়া গলায় কিছু আটকে আছে। ৪.  শ্বাস নিতে কষ্ট: থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে শ্বাসনালি চাপলে শ্বাসকষ্ট বা শোঁ শোঁ শব্দ হতে পারে। ৫. গলার বা কানের দিকে ব্যথা ছড়ানো: গলার ব্যথা দীর্ঘদিন স্থায়ী হওয়া বা কানের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা। করণীয়: ১. উপর

থাইরয়েড ক্যান্সারের ৫টি লক্ষণ ও করণীয়

থাইরয়েড ক্যান্সার মূলত থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক কোষ বৃদ্ধি থেকে শুরু হয় এবং রক্ত ​​​​প্রবাহ বা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। কিছু জেনেটিক কারণও এ ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। 

থাইরয়েড ক্যানসার শুরুতে খুব নিঃশব্দে বাড়তে পারে, তাই অনেক সময় লক্ষণগুলো হালকা থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ সংকেত আছে যেগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। 

থাইরয়েড ক্যানসারের ৫টি সাধারণ লক্ষণ:

১. গলায় গুটি বা স্ফীতি: গলার সামনে (থাইরয়েডের কাছে) শক্ত বা বাড়তে থাকা গুটি দেখা দেয়। চাপ দিলে নড়াচড়া কম হতে পারে।

২. কণ্ঠ ভেঙে যাওয়া বা ভয়েস পরিবর্তন: স্বর ভাঙা, কর্কশ হওয়া বা দীর্ঘদিন কণ্ঠ দুর্বল থাকা। কোন সর্দি–কাশি ছাড়া ২ সপ্তাহের বেশি ভয়েস সমস্যায় ভুগলে গুরুত্ব দিতে হবে।

৩. গিলতে সমস্যা: খাবার বা পানি গিলতে কষ্ট হওয়া। মনে হওয়া গলায় কিছু আটকে আছে।

৪.  শ্বাস নিতে কষ্ট: থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে শ্বাসনালি চাপলে শ্বাসকষ্ট বা শোঁ শোঁ শব্দ হতে পারে।

৫. গলার বা কানের দিকে ব্যথা ছড়ানো: গলার ব্যথা দীর্ঘদিন স্থায়ী হওয়া বা কানের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা।

করণীয়:

১. উপরের যেকোনো লক্ষণ ২–৩ সপ্তাহের বেশি থাকলে

২. গুটি দ্রুত বড় হতে থাকলে 

৩. পরিবারে থাইরয়েড ক্যানসারের ইতিহাস থাকলে

৪. গলায় চাপ অনুভূত হলে 

উপরের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। দেরিতে রোগ নির্ণয় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow