থানায় সালিশে গিয়ে আটক জাতীয় পার্টির নেতা

বরিশালের বাবুগঞ্জে থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন জাতীয় পার্টির (জাপা) এক নেতা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে।  আটক আব্দুস সালাম বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আব্দুস সালাম নিজের এলাকার একটি সালিশে অংশ নিতে থানায় যান। সেখান থেকে তাকে আটক করা হয়। তাকে বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।  এদিকে গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, আব্দুস সালাম নামের ওই ইউপি সদস্য থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এজন্য তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

থানায় সালিশে গিয়ে আটক জাতীয় পার্টির নেতা

বরিশালের বাবুগঞ্জে থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন জাতীয় পার্টির (জাপা) এক নেতা।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে। 

আটক আব্দুস সালাম বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আব্দুস সালাম নিজের এলাকার একটি সালিশে অংশ নিতে থানায় যান। সেখান থেকে তাকে আটক করা হয়। তাকে বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে। 

এদিকে গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, আব্দুস সালাম নামের ওই ইউপি সদস্য থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এজন্য তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow