থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার
ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১০। বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহরের কমলাপুর এলাকার এক ঝোপের মধ্য থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র্যাব। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি গ্রেনেড, ৪১টি শট গান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ। র্যাব-১০ জানায়, গত ২০২৪ সালেল ৫ আগস্ট -এ ‘জুলাই গণঅভ্যুত্থান’ -এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার রাত অনুমান ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানাধীন চরকমলাপুরগামী রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর থেকে ধাতব লিভারযুক্ত ০৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শট গান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্
ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১০।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহরের কমলাপুর এলাকার এক ঝোপের মধ্য থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র্যাব।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি গ্রেনেড, ৪১টি শট গান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।
র্যাব-১০ জানায়, গত ২০২৪ সালেল ৫ আগস্ট -এ ‘জুলাই গণঅভ্যুত্থান’ -এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার রাত অনুমান ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানাধীন চরকমলাপুরগামী রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর থেকে ধাতব লিভারযুক্ত ০৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শট গান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।
র্যাব-১০ ফরিদপুর -এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ফরিদপুর কোতয়ালী থেকে পুলিশের লুট হওয়া ০৩টি গ্রেনেড, ৪১টি শট গান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০।
তিনি আরও বলেন, এ অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?