দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। জোহানেসবার্গের দক্ষিণে শিল্পনগরী ভ্যান্ডারবাইলপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।  সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, একই দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিপজ্জনকভাবে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় ‘দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড’ অভিযোগে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেশটির পরিবহনমন্ত্রী বারবারা ক্রিসি গত সপ্তাহে বলেন, দক্ষিণ আফ্রিকার সড়কে মৃত্যুর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। জোহানেসবার্গের দক্ষিণে শিল্পনগরী ভ্যান্ডারবাইলপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, একই দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিপজ্জনকভাবে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় ‘দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড’ অভিযোগে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

দেশটির পরিবহনমন্ত্রী বারবারা ক্রিসি গত সপ্তাহে বলেন, দক্ষিণ আফ্রিকার সড়কে মৃত্যুর সংখ্যা ‘জাতীয় লজ্জার কারণ’। যদিও গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোট ১১ হাজার ৪১৮ জন নিহত হয়েছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবুও প্রতিদিন গড়ে ৩১ জন মানুষের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। মন্ত্রী ক্রিসি জানান, অতিরিক্ত গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এসব মৃত্যুর প্রধান কারণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow