দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া
দীর্ঘদিন ধরে টালিপাড়ায় যে গুঞ্জন চলছিল, এবার তা আর গুঞ্জন রইল না, রূপ নিল বাস্তবের। সম্পর্কের আড়ালে চাপা পড়া নীরবতা, প্রশ্নচিহ্নে ভরা দূরত্ব আর অনুচ্চারিত সত্য—সবকিছুর অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ভারতীয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়ার বিচ্ছেদের খবর।
বহুদিন ধরেই তাদের দাম্পত্য সমীকরণ নিয়ে জল্পনা চললেও অবশেষে রোববার (০৪ জানুয়ারি) জয়জিৎ নিশ্চিত করেছেন সেই অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরেই। বিগত দু’বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তারা। তবে কাদা ছোড়াছুড়ি করতে একেবারেই দেখা যায়নি দম্পতিকে। কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগও আনেননি।
সব জল্পনা আর গুঞ্জনের মাঝেও ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার বার্তাই যেন দিয়ে গেলেন জয়জিৎ ও শ্রেয়া। সম্পর্কের সমাপ্তি ঘটলেও সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতিই যে তাদের কাছে অগ্রাধিকার, তাদের আচরণে তা স্পষ্ট। সময়ের সঙ্গে এই নতুন বাস্তবতায় নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন তারা দু’জনেই।
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় টালিউড অভিনেতা। চ্যালেঞ্জ ২ (২০১২), চাঁদ
দীর্ঘদিন ধরে টালিপাড়ায় যে গুঞ্জন চলছিল, এবার তা আর গুঞ্জন রইল না, রূপ নিল বাস্তবের। সম্পর্কের আড়ালে চাপা পড়া নীরবতা, প্রশ্নচিহ্নে ভরা দূরত্ব আর অনুচ্চারিত সত্য—সবকিছুর অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ভারতীয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়ার বিচ্ছেদের খবর।
বহুদিন ধরেই তাদের দাম্পত্য সমীকরণ নিয়ে জল্পনা চললেও অবশেষে রোববার (০৪ জানুয়ারি) জয়জিৎ নিশ্চিত করেছেন সেই অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরেই। বিগত দু’বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তারা। তবে কাদা ছোড়াছুড়ি করতে একেবারেই দেখা যায়নি দম্পতিকে। কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগও আনেননি।
সব জল্পনা আর গুঞ্জনের মাঝেও ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার বার্তাই যেন দিয়ে গেলেন জয়জিৎ ও শ্রেয়া। সম্পর্কের সমাপ্তি ঘটলেও সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতিই যে তাদের কাছে অগ্রাধিকার, তাদের আচরণে তা স্পষ্ট। সময়ের সঙ্গে এই নতুন বাস্তবতায় নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন তারা দু’জনেই।
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় টালিউড অভিনেতা। চ্যালেঞ্জ ২ (২০১২), চাঁদ পাহাড়ি (২০১৩) ও রাজা রানি রোমিও (২০২৩)–এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন। বড় ও ছোট পর্দা—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত।