দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার সুস্থতার জন্য আমি সব শ্রেণিপেশার মানুষের কাছে দোয়া কামনা করছি। তিনি শুধু বাংলাদেশের নন—তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই আসন থেকে তিনি প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সব ভেদাভেদ ভুলে দিনাজপুর সদর আসন থেকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সম্মানিত করতে চাই। তিনি বলেন, দিনাজপুরের মানুষ ঐক্যবদ্ধ হলে এই আসন থেকে বেগম খালেদা জিয়ার বিজয় নিশ্চিত হবে—এমন আশাবাদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রবল। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার সুস্থতার জন্য আমি সব শ্রেণিপেশার মানুষের কাছে দোয়া কামনা করছি। তিনি শুধু বাংলাদেশের নন—তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই আসন থেকে তিনি প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সব ভেদাভেদ ভুলে দিনাজপুর সদর আসন থেকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সম্মানিত করতে চাই।
তিনি বলেন, দিনাজপুরের মানুষ ঐক্যবদ্ধ হলে এই আসন থেকে বেগম খালেদা জিয়ার বিজয় নিশ্চিত হবে—এমন আশাবাদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রবল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?