দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

বায়ুদূষণের কারণে ক্রমশ অবনতি হচ্ছে দিল্লির পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্ধারিত মাঠের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম) নির্দেশনা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এনসিআর অঞ্চলের রাজ্য সরকার এবং দিল্লি প্রশাসনকে তৎক্ষণাৎ এমন সব অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে, কারণ বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বুধবার জারি করা এক সার্কুলারে দিল্লির শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তর জানায়, দিল্লি সরকারের আওতাধীন সব স্কুল—সরকারি, বেসরকারি এবং এমসিডি, এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিএকিউএমের এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। জাতীয় ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ ও ক্রীড়া সংগঠনগুলোকেও একই নির্দেশ পালন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বল

দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

বায়ুদূষণের কারণে ক্রমশ অবনতি হচ্ছে দিল্লির পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্ধারিত মাঠের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম) নির্দেশনা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এনসিআর অঞ্চলের রাজ্য সরকার এবং দিল্লি প্রশাসনকে তৎক্ষণাৎ এমন সব অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে, কারণ বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

বুধবার জারি করা এক সার্কুলারে দিল্লির শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তর জানায়, দিল্লি সরকারের আওতাধীন সব স্কুল—সরকারি, বেসরকারি এবং এমসিডি, এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিএকিউএমের এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। জাতীয় ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ ও ক্রীড়া সংগঠনগুলোকেও একই নির্দেশ পালন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

শুক্রবার দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৭০, যা ‘খুবই খারাপ’ হিসেবে চিহ্নিত। আগের দিনের ৩৯১ থেকে সামান্য কম হলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow