দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মারার পর লাশ ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে এ দেশে নজিরবিহীন বীভৎসতা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বীভৎসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা বলেন সাইফুল হক।  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আইয়ামে জাহেলিয়াতের কালেও এ রকম নৃশংসতার বিষয় জানা যায় না। এসব ঘটনা মানুষকে আতংকিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে। ক'মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার কারণেও দেশব্যাপি খুনিরা উৎসাহিত হচ্ছে। এ কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন এবং আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরি করেছে। সাইফুল হক বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছ

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মারার পর লাশ ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে এ দেশে নজিরবিহীন বীভৎসতা হিসেবে আখ্যায়িত করে এর তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এই ধরনের বীভৎসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা বলেন সাইফুল হক। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আইয়ামে জাহেলিয়াতের কালেও এ রকম নৃশংসতার বিষয় জানা যায় না। এসব ঘটনা মানুষকে আতংকিত করে তুলেছে। দেশের মানুষকে মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে। ক'মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার কারণেও দেশব্যাপি খুনিরা উৎসাহিত হচ্ছে। এ কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন এবং আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আর এক উদাহরণ তৈরি করেছে।

সাইফুল হক বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমাণ করে- দেশে এখন মানুষের জানমাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকা বিশেষ কোনো গোষ্ঠীর মদদ ব্যতিরেকে এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারে না। এটা স্পষ্ট যে, সরকারের কোনো না কোনো অংশ এই ধরনের অপতৎপরতা ঘটতে দিচ্ছে। এসব ব্যাপারে সরকারের খোলামেলা কথা বলা উচিত। 

তিনি অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সকল অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তিনি এসব রাজনৈতিক ও সামাজিক অনাচার ও অপরাধের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow